এ পর্যন্ত চীন খাদ্যবস্তুর নিরাপত্তার সংগে জড়িত ৯৬০টিরও বেশি জাতীয় মানদন্ড ও খাদ্যবস্তু শিল্পের সংগে জড়িত ২ হাজার শ'রও বেশি মানদন্ড জারি করেছে ।
২৯ অক্টোবর চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নান নিংয়ে অনুষ্ঠিত চীন-আসিয়ান মানদন্ড তদারকী মন্ত্রীদের এক সম্মেলনে চীনের জাতীয় মানদন্ড তত্ত্বাবধান ও তদারকী ব্যুরোর উপ-মহাপরিচালক উয়ে ছুয়ান চুং বলেছেন , চীনে প্রাথমিকভাবে সর্বশাখাবিষ্ট ও যুক্তিযুক্ত গুণগত মান ও নিরাপত্তার মানদন্ড ব্যবস্থা গঠনের পাশাপাশি খাদ্যবস্তুর গুণগত মান ও নিরাপত্তার সংগে জড়িত ১১টি আইন ও ২২টি বিধি প্রণয়ন করা হয়েছে ।
উয়ে ছুয়ান চুং বলেন , চীন সরকার সবসময় পণ্যের গুণগত মান ও খাদ্যবস্তুর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসেছে । এটি চীনের খাদ্যবস্তুর নিরাপত্তা এবং আমদানি ও রফতানি বাণিজ্যের শৃংখলা বিধিসম্মত করার জন্যে বলিষ্ঠ ভিত্তি ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে ।
|