**ওয়াং চিয়া রুই সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাত্ করেছেন
চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং চিয়া রুই ২৬ অক্টোবর পেইচিংয়ে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ওয়াং চিয়া রুই বলেন, সোনিয়া গান্ধীর চীন সফর হচ্ছে দু'দেশ ও দু'পার্টির সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এশিয়া এমনকি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও ভারতের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বিশ্বের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সোনিয়া গান্ধী বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও-এর আমন্ত্রণে তিনি চীন সফর করছেন। এতে তিনি খুব আনন্দিত। জাতীয় কংগ্রেস পার্টি ও চীনের কমিউনিষ্ট পার্টির বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। তিনি দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাফল্য ও অভিজ্ঞতা গ্রহণ করতে আগ্রহী। ভারত মনে করে, দু'পার্টির পরস্পরের অভিজ্ঞতা বিনিময় দু'পক্ষের জন্যই লাভজনক ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, পেইচিং শহর পৌর কমিটির সম্পাদক লিউ ছি ২৭ অক্টোবর পেইচিং-এ ভারতের কংগ্রেসের এবং ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারম্যান সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাত্ করেন।
লিউছি বলেন, ২০০৪ সালে ভারত সফরের সময় ভারতের প্রাচীন সংস্কৃতি ও আধুনিক উন্নয়ন তার ওপর গভীর ছাপ ফেলেছিল। বর্তমানে চীন-ভারত মৈত্রীর দৃঢ় ভিত্তি গড়ে উঠেছে। দু'দেশের উন্নয়নে নিজেদের বৈশিষ্ট্য এবং সুবিধার পাশাপাশি যোগাযোগ ও সহযোগিতার বিরাট সুযোগও রয়েছে। তিনি দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্প্রসারণ এবং চীন-ভারত কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের সমৃদ্ধ উন্নয়নে আগ্রহী।
**হারবিনে চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রনব মুখার্জী ২৪ অক্টোবর চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর হারবিনে বৈঠক করেছেন । তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্ন নিয়ে মত বিনিময় করেন এবং তিন পক্ষের বাস্তব সহযোগিতা গভীরতর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেন ।
তাঁরা উল্লেখ করেন , তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ব্যবস্থা তিন পক্ষের রাজনৈতিক আস্থা ত্বরান্বিত, বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । তিন দেশ অব্যাহতভাবে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যয়বিচারের ব্যবস্থা ত্বরান্বিত করবে । এই তিন দেশের সহযোগিতা কোনো দেশ ও সংস্থার বিরুদ্ধে নয় । তিন পক্ষ বিশ্বের শান্তি ও নিরাপত্তার সুরক্ষা, সম্মিলিত উন্নয়ন এগিয়ে নেওয়া ও সমৃদ্ধতর করার জন্য ভুমিকা পালন করতে আগ্রহী ।
**তিব্বত দক্ষিণ এশিয়ার সংগে চীনের বাণিজ্যিক আদান-প্রদানের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে
চীনের ছিং হাই-তিব্বত রেলপথ চালু এবং চীন ও ভারতের মধ্যে নাথুলা গিরিপথ খুলে দেয়ার সংগে সংগে তিব্বতের আঞ্চলিক গুরুত্ব বেড়ে গেছে । তিব্বত ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ও অঞ্চলগুলোর সংগে চীনের বাণিজ্যিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিসংখ্যান ব্যুরোর এক হিসাব থেকে জানা গেছে , এ বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তিব্বতের বৈদেশিক বাণিজ্যের মোট মূল্য ২৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
**সার্ক দেশগুলো সন্ত্রাস দমন ব্যবস্থা জোরদার করবে
২৫ অক্টোবর সার্ক দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রী সম্মেলনে সদস্য দেশগুলোকে কার্যকরভাবে সন্ত্রাস দমন ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে । ২৬ অক্টোবর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইশতেহারে এ তথ্য জানিয়েছে ।
ইশতেহারে বলা হয়েছে , সার্ক দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীরা মনে করেন , দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য সন্ত্রাসবাদ এখনো একটি বড় হুমকি । সার্ক সদস্য দেশগুলো সন্ত্রাস দমন সহযোগিতা আরো জোরদার করবে এবং সন্ত্রাস দমন তথ্যের নিয়মিত বিনিময় বাড়াবে । তা ছাড়া , আন্তদেশীয় অপরাধ , মুদ্রা পাচার, মাদক চোরাচালান , মানুষ পাচার ও অবৈধ অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর সহযোগিতা জোরদার হবে । যাতে দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যায় ।
**মুশাররফ পাকিস্তানের উত্তরাঞ্চলে আরো বেশি স্বশাসন দেবেন
২৩ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ঘোষণা করেছেন যে, উত্তরাঞ্চলের আঞ্চলিক আইন প্রণয়ন কমিটিকে প্রাদেশিক পরিষদের মর্যাদা দেয়া হবে এবং এ অঞ্চলের বার্ষিক বরাদ্দ দাখিল ও অনুমোদনের ক্ষমতা দেওয়া হবে ।
জানা গেছে, এদিন পারভেজ মুশাররফ উত্তরাঞ্চলের রাজধানী গিলগিটে উপজাতি গোষ্ঠী প্রধান এবং আইন প্রণয়ন কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাত্কালে এ অঞ্চলের ধারাবাহিক স্বশাসন পরিকল্পনা প্রকাশ করেন । উত্তরাঞ্চলের আইন প্রণয়ন কমিটির মর্যাদা বাড়ানো হচ্ছে স্বশাসন পরিকল্পনার অন্যতম বিষয়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|