|
|
(GMT+08:00)
2007-10-28 18:23:40
|
|
চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে অনুমোদিত বিভিন্ন সিদ্ধান্তের প্রতি চীনের আটটি গণতান্ত্রিক পার্টির সমর্থন
cri
চীনের আটটি গণতান্ত্রিক পার্টি সর্বসম্মতভাবে জানিয়েছে , তারা চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের রির্পোট ও কংগ্রেসে অনুমোদিত বিভিন্ন সিদ্ধান্তকে পুরোপুরোভাবে সমর্থন করে। ২৮শে অক্টোবর পেইচিংএ আয়োজিত চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম স্থায়ী কমিটির ১৯তম অধিবেশনে আটটি গণতান্ত্রিক পার্টির রাজনৈতিক পরার্মশ সম্মেলনের স্থায়ী কমিটির সদস্যরা ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন। তাঁরা সর্বসম্মতভাবে মনে করেন যে, সাধারন সম্পাদক হু চিন থাও চীনের কমিউনিষ্ট পার্টির ১৬তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে রির্পোট দিয়েছেন তা চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকীকরণের কাজ অব্যহতভাবে এগিয়ে নিয়ে যাবে এবং সচ্ছল সমাজ নির্মাণের মহান লক্ষ্য বাস্তবায়নের সাবির্কভাবে বিন্যাস । তাঁরা বলেন, চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে বিভিন্নদলের সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা দৃঢ়ভাবে মেনে মেলে চলা , রাজনীতিতে সামিল থাকা ও গণতন্ত্রণ পর্যবেক্ষণের ভূমিকা পুরোপুরিভাবে পালন করতে হয় এবং রাজনীতিতে সামিল থাকার বাস্তব কার্যকরিতা বাড়াতে হয়।
|
|
|