সপ্তম বিশ্ব ক্রীড়া ও পরিবেশ সম্মেলন ২৭শে অক্টোবর পেইচিংএ শেষ হয়েছে। সম্মেলনে " ক্রীড়া ও পরিবেশ সম্পর্কে পেইচিং ঘোষণা" অনুমোদিত হয়।
ঘোষণায় পেইচিং অলিম্পিক গেমসের পরিবেশ সংরক্ষণ কাজকে পুরোপুরিভাবে স্বীকৃতি দেয়া হয়। ঘোষণায় বলা হয় যে, পেইচিং অলিম্পিক গেমসের জন্য যে প্রস্তুতিমূলক কাজ চলছে তা সারা শহরের পরিবেশ সংরক্ষণের কাজকে দ্রুততর করেছে। যথাসাধ্যভাবে গ্রীণ হাউসের গ্যাস নি:সরণ কমানো ও প্রতিরোধ করার জন্য পেইচিং সক্রিয়ভাবে দুষণমুক্ত জ্বাণানি ব্যবহারের হার বাড়িয়ে দিয়েছে। কার্যকরভাবেপুনর্ব্যবহার্য জ্বালানি শক্তিকে কাজে লাগিয়েছে এবং ব্যাপকভাবে গাছপালা লাগিয়ে শহরকে সৌভা বাড়িয়েছে। এ সব উদ্যোগ ইতোমধ্যেইপ্রশংসণীয়হয়েছে ।
সম্মেলনে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিশনের দাখিল-করা " পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পরিবেশ সংক্রান্ত রির্পোটকে" ঘোষণায়পুরোপুরিভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। ঘোণায়ধারণা করা হচ্ছে যে, পেইচিং অলিম্পিক গেমস পরিবেশ সংরক্ষণের মূল্যবান উত্তরাধিকার বজায় রাখবে।
|