চতুর্থ চীন-আসিয়ান মেলা ২৮ অক্টোবর চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং-এ শুরু হয়েছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী জেং পেইইয়ান ও ব্রুনেই'র যুবরাজ আল-মুহতাদী বিল্লাহ, লাওসের প্রধানমন্ত্রী বুয়াসন সুফাভান, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন টান তুং ও কম্পুচিয়ার প্রধানমন্ত্রী হুন সেন আসিয়ান দেশগুলোর নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এবারের মেলা চারদিন চলবে। আগের মেলার চেয়ে এবারের মেলা আরো পেশাদার এবং আসিয়ানের স্টলের সংখ্যা আরো বেশি হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ১ হাজার ৯শ'রও বেশি শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয় এবং ৩ হাজার ৪শ'টি স্টল খোলা হয়। অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানগুলো প্রধানত হচ্ছে প্রকল্প যন্ত্র, খাদ্য বস্তুর প্রক্রিয়াকরণ ও নির্মাণ-সামগ্রী। (খোং চিয়া চিয়া)
|