আফগানিস্তানে মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী ২৮ অক্টোবর বলেছে, আফগানিস্তানের সরকারি বাহিনী এবং যৌথ বাহিনী ২৭ অক্টোবর দক্ষিণ আফগানিস্তানে তালিবান যোদ্ধাদের সঙ্গে গুলি-বিনিময় করেছে। ফলে তালিবানের ৭০জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর মুখপাত্র ক্রিস বেলছার বলেছেন, আফগানিস্তানের সরকারি বাহিনী এবং যৌথ বাহিনী ২৭ অক্টোবর দক্ষিণ আফগানিস্তানের হেলমান্ড প্রদেশের মুসা কালা এলাকা টহল দেয়ার সময় তালিবান সশস্ত্রব্যক্তিদের হামলার সম্মুখীন হয়। আফগানিস্তানের সরকারি বাহিনী এবং যৌথ বাহিনীর কেউ হতাহত হয়নি এবং বেসামরিক লোক হতাহতের খবরও পাওয়া যায় নি।
এ বছর, তালিবানসহ বিভিন্ন ধরনের সশস্ত্র সংঘর্ষে আফগানিস্তানের ৫ হাজার ৩শ'রও বেশি জন লোক নিহত হয়েছে। তা গত বছরের মোট সংখ্যার চেয়ে অনেকটা বেশি। (খোং চিয়া চিয়া)
|