চলতি বছরের প্রথম নয় মাসে চীনের শুল্ক বিভাগ মোট ২৬০টি পাচারের ঘটনা উদ্ঘাদন করেছে। এর মধ্যে ৪৩০ কে জিরও বেশী নানা ধরনের মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে । উদঘাটিত মাদক দ্রব্য পাচার ঘটনার পরিমাণ গত বছরের চাইতে ৪০ শতাংশ বেশী। ২৭ অক্টোবর চীনের শুল্ক বিভাগ সুত্রে খবর জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই চীনের শুল্ক বিভাগ গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ ব্যক্তি, পরিবহণ ক্ষেত্রে মাদক দ্রব্য দমন সম্পর্কিত বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এখন মোটামূটিভাবে অপেক্ষাকৃত একটি যোগ্য মাদক দ্রব্য দমন দল গঠিত হয়েছে।
তা ছাড়া, চলতি বছরের শুরু থেকে, মাদক দ্রব্য দমনের ক্ষেত্রে চীনের শুল্ক বিভাগ বিদেশী শুল্ক বিভাগগুলোর সঙ্গে আরও গভীর সহযোগিতা চালিয়ে যাচ্ছে।
|