|
|
(GMT+08:00)
2007-10-27 18:25:38
|
চীনের বড় ও মাঝারি শহরগুলোতে বৃষিজাত দ্রব্যের পাইকারী বাজারগুলোকেপর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে
cri
বতর্মানে চীনের ৬৭০টিরও বেশী শহরের কৃষিজাত দ্রব্যের পাইকারী বাজার সম্পূর্ণভাবে কৃষি বিভাগের পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। চীনের কৃষি মন্ত্রী সেন জেন ছাই ২৬ অক্টোবর শানতুং প্রদেশের উয়েফাং শহরে এ কথা জানান। তিনি বলেন, কৃষিজাত দ্রব্যের গুণগতমান ও নিরাপত্তা কার্যকরভাবে নিশ্চিত করার জন্যে এ সব কৃষিজাত দ্রব্যের পাইকারী বাজারে প্রবেশের পূর্বেইঅযোগ্য কৃষিজাত দ্রব্য সম্পর্কিত রির্পোটের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । তা ছাড়াও, প্রাণী ও প্রাণীজাত দ্রব্যের গুণগতমান ও নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে তদন্ত ও নিয়ন্ত্রণেরকাঠামো মোটামুটিভাবে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেছেন, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের ফলে চীনের কৃষিজাত দ্রব্যের গুণগতমান কিছুটা বেড়েছে। সম্প্রতি দেশজুড়ে পাইকারী বাজারের ওপর কৃষি মন্ত্রণালয়ের পযর্বেক্ষণ থেকে বোঝা যায় যে, শাকসবজিতে কীটনাশক ঔষুধ প্রয়োগ পরীক্ষার যোগ্যতার হার ৯৪ শতাংশেরও বেশী, ফলমুলে কীটনাশক ঔষুধ প্রয়োগপরীক্ষার যোগ্যতার হার ৯৫ শতাংশেরও বেশী।
|
|
|