তুরস্ক প্রধানমন্ত্রী রেসিপ তায়িপ এর্দোগান নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ইরাক সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান চালানোর ব্যাপার সিদ্ধান্ত নেবে। তুরস্কের সশস্ত্র বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ ইয়াসার বুউকানিত ২৬ অক্টোবর আংকারায় এ কথা বলেছেন। তিনি বলেছেন, উত্তর ইরাকের পিকেকে সশস্ত্রগুলোকে দমনের জন্য এ অভিযান চালানো হবে।
এর্দোগান ৫ নভেম্বরে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে তুরস্ক-ইরাক সীমান্ত সংকট সমস্যা নিয়ে আলোচনা করবেন। এর আগে এর্দোগান বলেছেন, সামরিক অভিযান চালানোর আগে তুরস্ক যুক্তরাষ্ট্র, ইইউ এবং মধ্য-প্রাচ্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে।
অন্য খবরে জানা গেছে, তুরস্কের স্পীকার ককসাল টপটান ২৬ অক্টোবর আংকারায় বলেছেন, পিকেকেকে দমনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের অবস্থান নেয়ায় তুরস্ক এ ব্যাপারে কর্তমানে নমনীয় রয়েছে।
তাছাড়া, ২৬ অক্টোবর তুরস্ক সফররত ইরাকের উচ্চপদস্থ প্রতিনিধিদলের সঙ্গেও পিকেকে সশস্ত্র সংগঠনটিকে দমনের ব্যাপারে বৈঠক করেছে। (খোং চিয়াচিয়া)
|