চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চি লি সম্প্রতি বলেছেন , বিভিন্ন স্তরের সরকারকে পেশাগত প্রশিক্ষণের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে । এ খাতে সরকারের আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং শহর ও পল্লী অঞ্চলে পেশাগত প্রশিক্ষন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে । সম্প্রতি মধ্য চীনের হুপেই প্রদেশে তিনি এ কথা বলেছেন ।
ছেন চি লি আরো বলেন , পেশাগত শিক্ষা দেশের আধুনিকীকরণ বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখে । কাজেই বিভিন্ন স্থানীয় সরকারকে স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য পেশাগত বিদ্যালয়গুলোর শিক্ষাকে সমাজের চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে হবে এবং ছাত্রছাত্রীদের বাস্তব দক্ষতা বাড়াতে হবে । যাতে আরো বেশি ছাত্রছাত্রী পেশাগত শিক্ষা গ্রহণ করতে পারে । এর পাশাপাশি পেশাগত বিদ্যালয়গুলোর শিক্ষার গুনগতমান আরো উন্নত করতে হবে এবং এ সব বিদ্যালয়ের স্নাতকদের সামাজিক মর্যাদা ও আর্থিক আয় আড়ানোর ব্যবস্থা নিতে হবে ।
গত কয়েক বছরে চীনে পেশাগত শিক্ষার দ্রুত প্রসার হচ্ছে । পেশাগত বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত গরীব পরিবারের ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য আরো বাড়াতে হবে । পরবর্তী কয়েক বছরে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ৫০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে গরীব পরিবারের দু' কোটি ছাত্রছাত্রীদের সাহায্য করবে । ৫০ বিলিয়ন আর্থিক সাহায্যের মধ্যে ৮০ শতাংশ মধ্য পর্যায়ের পেশাগত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেয়া হবে ।
|