v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-26 20:30:41    
পার্টির সংশোধিত গঠনতন্ত্রেসময়ের সঙ্গে চীনের পার্টি অগ্রসর হওয়ার প্রমাণ

cri
    সদ্যসমাপ্ত চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে" চীনের কমিউনিষ্ট পার্টির সংশোধিত খসড়া গঠনতন্ত্র" গৃহীত হয়েছে । বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ব ও চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতান্ত্র সহ বিভিন্ন নতুন বিষয় পার্টির গঠনতন্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে । চীনের পার্টিগঠন বিষয়ক বিশেষজ্ঞরা উল্লেখ করেন , এ থেকে প্রমাণিত হয় যে , পথনির্দেশক চিন্তাধারার ক্ষেত্রে চীনের কমিউনিষ্ট পার্টি সময়ের সঙ্গে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছে যা পরবর্তীকালে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফলবে ।

    ওয়াকিবহাল মহল মনে করে , চীনের উন্নয়ন অনুশীলনের সারসংকলণ করার ভিত্তিতে নতুন উন্নয়নের চাহিদা মেটানোর জন্য চীনের কমিউনিষ্ট পার্টিগঠনতন্ত্র সংশোধন করেছে । চীনের জাতীয় অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখা এবং সার্বিকভাবে স্বচ্ছলসমাজগড়ে তোলার ক্ষেত্রে এটা বলিষ্ঠ রাজনৈতিক নিশ্চয়তা যোগাবে ।

    চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় পার্টি বিদ্যালয়ের বৈজ্ঞানিক ও সমাজতান্ত্রিক শিক্ষা দান বিভাগের প্রধান ইয়েন সুহান বলেন , সংশোধনী এনে চীনের পার্টির গঠনতন্ত্রে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ব বাস্তবায়নের নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে । তিনি জোর দিয়ে বলেন , পার্টির গঠনতন্ত্রে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ব লিপিবদ্ধ করা চীনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরবর্তী ৫ বছর অথবা ১৩ বছর অর্থাত ২০২০ সাল পর্যন্ত আমাদের সংগ্রামী লক্ষ্যেতা গুরুত্বপূর্ণ দিক নির্দেশক ভূমিকা পালন করবে । চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতন্ত্রেরএকটি গুরুত্বপূর্ণ কৌশলগত চিন্তাধারা হিসেবে বিজ্ঞান সম্মত উন্নয়নতত্ব পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করা চীনের বিভিন্ন স্তরের নেতা ও পার্টির৭ কোটি সদস্যেরওপর দিক নির্দেশনা ও স্বেচ্ছাচারিতা বন্ধ করতে ভূমিকা পালন করবে ।

    বিগত কয়েক বছরে চীনের অর্থনীতির অতি দ্রুত উন্নয়নের পাশাপাশি সম্পদের অতিরিক্ত ব্যয় , প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং ধনী গরিবের বৈষম্যবেড়ে যাওয়া সহ নানা সমস্যা প্রকট হয়ে ওঠে । সমাজতন্ত্রের প্রথম পর্যায়ের মৌলিক রাষ্ট্রীয় অবস্থায় দাঁড়িয়ে বিদেশের উন্নয়নের অভিজ্ঞতার সারসংকলন করে এবং নতুন পরিস্থিতি উন্নয়নের চাহিদা মোটানোর জন্য চীনের কমিউনিষ্ট পার্টি ২০০৩ সালে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত" বিজ্ঞান সম্মত উন্নয়ন তত্ব" উত্থাপন করে ।

    পার্টিরকেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও ১৭তম জাতীয় কংগ্রেসে তার রিপোর্টে বলেছেন,বিজ্ঞান সম্মত উন্নয়ন তত্ব একটি সার্বিক সমন্বিত টেকসই উন্নয়ন তত্ব । উন্নয়ন এর প্রথম গুরুত্বপূর্ণ অংশ এবং কেন্দ্র হল মানুষ । অর্থনীতি , রাজনীতি , সমাজ , সংস্কৃতি ও পরিবেশের উন্নয়নকে সমন্বিত করা এর মোলিক লক্ষ্য।

    বিজ্ঞান সম্মত উন্নয়নতত্ব পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পক্ষেপার্টির১৭তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের সমর্থন পেয়েছে । প্রতিনিধি ছি চালা মনে করেন , বিজ্ঞান সম্মত উন্নয়ন তত্ব পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা বর্তমান চীনের উন্নয়নের মুখোমুখী দাঁড়িয়ে থাকা সমস্যা ও দ্বন্দ্বের সমাধানে সহায়ক হবে ।

    উল্লেখ্য, পার্টির সংশোধিত গঠনতন্ত্রে পার্টির ভেতরকার গণতন্ত্র সম্প্রসারিত করা এবং পার্টির ভেতরকার ব্যবস্থা উন্নত করা সম্পর্কে স্পষ্টভাষায় ব্যাখ্যা করা হয়েছে ।

    বিশেষজ্ঞ ইয়েন সুহান বলেন, ১৭তম জাতীয় কংগ্রেসের রিপোর্টে সুব্যবস্থা গড়ে তুলার কথা জোর দিয়ে বলার সময় বিশেষ ভাবে দুর্নীতি দমনের কথা উল্লেখ করা হয়েছে । বহু বছর ধরে অনুশীলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে , এটাকে পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্তকরলে বেশি কাজ হবে ।

    জানা গেছে , ১৯৮২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেসে পার্টির সংশোধিতগঠনতন্ত্র গৃহীত হওয়ার ২৫ বছর পর এনিয়ে পঞ্চমবারের মতো তা সংশোধিত হলো। বিশেষজ্ঞ ইয়েন সুহান বলেন , অনুশীলনের উন্নয়ন হচ্ছে । ইতিহাস সামনে এগিয়ে যাচ্ছে । আমাদের পার্টির পথনির্দেশক চিন্তাধারাও সময়ের সঙ্গে সঙ্গে অগ্রসর হচ্ছে । বাস্তবঅনুশীলনে আমাদের পার্টির সাফল্য ও তত্বের উদ্ভাবনের প্রমাণ দেবে পার্টির গঠনতন্ত্র । --চুং শাওলি