২৬ অক্টোবর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ে সফররত ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি,ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারম্যান সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, চীন ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার উন্নয়ন, সহযোগিতা জোরদার এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।
ওয়েন চিয়া পাও চীন ও ভারতের সম্পর্ককে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, চীন ও ভারত হচ্ছে বিশ্বে লোক সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় এবং দ্রুত উন্নয়নশীল দেশ। দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও উন্নয়ন কেবল দু'দেশের জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, বরং এশিয়া এমনকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।
সোনিয়া গান্ধী বলেছেন, ভারতের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে জোরদার, দু'দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের বিনিময় বৃদ্ধি এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।(লিলু)
|