পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বায়ু দূষণমুক্ত রাখার জন্য ৫ ধরনের ব্যবস্থা নেয়া হবে । সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান চিয়াং সিয়াও ইয়্যু এ কথা বলেছেন ।
জানা গেছে , এ ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে , অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে ও চলাকালে যে সব শিল্প প্রতিষ্ঠান গুরুতর দূষণ সৃষ্টি করে , সেগুলোর উত্পাদন সীমিত কিংবা বন্ধ করা হবে অথবা সেগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে ; আগামী বছর থেকে মোটর গাড়ির নিঃসৃত দূষিত পদার্থ সীমিত করা হবে ; ২০ টনের কম কয়লা চালিত বয়লার বন্ধ করা হবে ; বায়ুমন্ডলের দূষণ কমানোর জন্য তারিখ ও মোটর গাড়ির নম্বর অনুযায়ী রাস্তায় চলাচল সীমিত রাখার ব্যবস্থা নেয়া হবে । গেমস চলাকালে বায়ুমন্ডলের মান যাতে কমে না যায় , সেজন্য পেইচিং মহানগরী উত্তর চীনের থিয়ান চিন মহানগরীসহ আশেপাশের সংশ্লিষ্ট প্রদেশ ও শহরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে । (থান ইয়াও খাং)
|