২৬ অক্টোবর মধ্য চীনের হোনান প্রদেশে ৫০টি ক্ষুদ্র কয়লা-চালিত বিদ্যুত্ উত্পাদন যন্ত্র বন্ধ করে দেয়া হয়েছে । এর মধ্য দিয়ে এ বছরের শেষ হবার দু'মাস আগেই অধিক দূষণযুক্ত ক্ষুদ্র কয়লা-চালিত বিদ্যুত্ উত্পাদন যন্ত্র বন্ধ করার যে লক্ষ্যমাত্রা চীনের চলতি বছরের জন্য ঠিক করা হয়েছিল তা পূরণ হয়েছে ।
অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী , এ সব ক্ষুদ্র কয়লা-চালিত বিদ্যুত্ উত্পাদন যন্ত্র বন্ধ হবার পর বছরে ১.৪৫ কোটি টন কয়লা সাশ্রয় হবে এবং ২.৯ কোটি টন সালফার ডাইঅকসাইড নিঃসরণ কমবে ।
গত কয়েক বছরে চীনের বিদ্যুত্ শিল্প দ্রুত প্রসার লাভ করার পাশাপাশি ব্যাপক সংখ্যায় ক্ষুদ্র কয়লা-চালিত বিদ্যুত্ উত্পাদন যন্ত্রের বিপুল জ্বালানী ব্যবহার ও দূষিত পদার্থ নিঃসরণের কারণে চীনের বিদ্যুত্ শিল্পের জ্বালানী সাশ্রয় ও দূষিত পদার্থের নিঃসরণ হ্রাস সংক্রান্ত লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছিল । (থান ইয়াও খাং)
|