চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় বর্ষ যে নতুন সহযোগিতা পদ্ধতি সূচনা করেছে , তা একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতা ও উন্নয়নের জন্য নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলবে । ২৬ অক্টোবর পেইচিংয়ে চীন ও রাশিয়া রাষ্ট্র বর্ষের চীন পক্ষ সাংগঠনিক কমিটির মহাসচিব , চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই এ কথা বলেছেন ।
এই দিন চীন ও রাশিয়ার অলোকচিত্র শিল্পীদের একটি আলোকচিত্র প্রদর্শনীতে লি হুই বলেন , রাষ্ট্রীয় বর্ষ অনুষ্ঠানের সফল আয়োজন দু'দেশের কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক দ্বিতীয় দশকে প্রবেশের জন্য প্রগাঢ় ভিত্তি স্থাপন করেছে । রাষ্ট্রীয় বর্ষের পরিচালনায় দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ও কৌশলগত সহযোগিতা লক্ষণীয়ভাবে জোরদার হয়েছে , বিভিন্ন ক্ষেত্রের বাস্তবমুখী সহযোগিতা ক্রমাগত গভীর হয়েছে এবং জনগণের বিনিময় আরো প্রাণবন্ত হয়ে উঠেছে । চীন-রাশিয়া রাষ্ট্রীয় বর্ষের কাঠামোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দু'দেশের সম্পর্কের দীর্ঘ ও স্থিতিশীল উন্নয়নের জন্য প্রবল চালিকা শক্তি যুগিয়েছে । (থান ইয়াও খাং)
|