চীনে কৃষি , জীবন , বার্ধক্য এবং স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন বীমা ক্ষেত্রের কার্যক্রম দ্রুততর করা হবে।
২৫ অক্টোবর চীনের বীমা তত্ত্বাবধান প্রশাসনিক কমিটি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বীমা ব্যবস্থার অব্যাহতভাবে সংস্কার করা উচিত । এতে পূর্ণাঙ্গ বাজার ব্যবস্থা সম্প্রসারিত , সেবা এবং প্রতিদ্বদ্বিতাপূর্ণ একটি আধুনিক বীমা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
চীনের বীমা তত্ত্বাবধান প্রশাসনিক কমিটির চেয়ারম্যান উ তিং ফু জোর দিয়ে বলেন, বীমা ব্যবস্থাকে একটি সুষ্ঠু উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত এর দ্রুত উন্নয়ন ও এর ঝুঁকি প্রশমন এবং অর্থনৈতিক লাভ ও সামাজিক দায়িত্ব সংক্রান্ত বিষয়গুলো মোকাবেলা করা।
বিগত পাঁচ বছরে চীনের বীমা সংস্থার উন্নয়নে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এর বার্ষিক প্রবৃদ্ধির হার ১৬ শতাংশে দাঁড়িয়েছে । ২০০৬ সালে বীমার মোট মূল্য হয়েছে ৫৬০ বিলিয়ন ইউয়ান , যা বিশ্বের নবম স্থানে রয়েছে ।--ওয়াং হাইমান
|