রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তি ইউরোপীয় ইউনিয়ন -রাশিয়া সম্পর্কের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ২৫ অক্টোবর লিসবনে ই.ইউ.ও রাশিয়ার শিল্পপতি ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ একটি গোল টেবিল সম্মেলনে এ মতামত প্রকাশ করেন ।
ই.ইউ.'র শিল্পপ্রতিষ্ঠান ও শিল্প কমিটির সদস্য গুনটার ভারহিউজেন বলেন, এ পর্যন্ত রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থায়ে অন্তর্ভুক্ত না হওয়ায় অনেকে নিরাশ হয়েছে । তিনি মনে করেন, রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়া ভবিষ্যতে সংস্থাটির নীতি এবং ই.ইউ.-রাশিয়া সম্পর্কের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী এলভিরা নাবিউল্লিনা ই.ইউ.র প্রতি যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তিকে সমর্থন দেয়ার আহ্বান জানান । তিনি বলেন, রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার আলোচনা যত বিলস্বিত হবে ই.ইউ. ও রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠানগুলো তত ক্ষতিগ্রস্ত হবে । রাশিয়া আশা করে, এ বছর শেষ হওয়ার আগে রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তিসম্পর্কে আলোচনা শেষ হবে । (ছাও ইয়ান হুয়া)
|