প্রথম পেটেন্ট প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্য সপ্তাহ নভেম্বর মাসের মাঝামাঝি সময় চীনের পেইচিং, থিয়ান চিন এবং শাং হাইসহ ১৯টি শহরে অনুষ্ঠিত হবে ।
চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর উদ্যোগে পাঁচদিন ধরে এবারের বাণিজ্য সপ্তাহ আয়োজিত হবে। এর প্রধান প্রতিপাদ্য হচ্ছে " মেধাস্বত্ব বাজার উন্নয়ন করা এবং সৃজনশীল সমাজ গঠন ত্বরান্বিত করা"। সারা দেশের বিভিন্ন প্রদেশ ও শহরের ১৯টি পেটেন্ট প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্য শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে।
জানা গেছে, প্রতিবছর চীনে পেটেন্ট প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্য সপ্তাহ একবার করে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পেটেন্ট প্রযুক্তির শিল্পায়ন দ্রুততর হয়। যা চীনের মেধাস্বত বাজারের সুষ্ঠু উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে।--ওয়াং হাইমান
|