v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-26 09:20:42    
চাওয়া পাওয়া ( ১৯ আগষ্ট )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আমি আপনাদের বন্ধু লিলি আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চাওয়া পাওয়াতে আজ আবার সবার সঙ্গে মিলিত হতে পেরে আনন্দ লাগছে। আজকের অনুষ্ঠানে আপনারা আগের মতোই সুন্দর সুন্দর গান শুনতে পাবেন।

    সম্প্রতি আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি মাহমুদ হাশিম টেলিফোনে আমাকে জানিয়েছেন যে, বাংলাদেশী শিল্পী সাবিনা ইয়াসমীন এখন অসুস্থ এবং চিকিত্সার জন্যে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবর শুনে আমার মন খুব খারাপ। সাবিনা ইয়াসমীন হচ্ছেন একজন খুবই বিখ্যাত এবং জনপ্রিয় শিল্পী। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন আমি সাবিনা ইয়াসমিনের কন্ঠে "যদি মরনের পার" গানটি সবাইকে শোনাচ্ছি। আমি আশা করি, তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেরে উঠবে এবং আমাদের জন্যে আরো বেশী সুন্দর সুন্দর গান গাইবেন।

    বাংলাদেশের রাজশাহী জেলার বিষহরা ঠাঁকুরপাড়া গ্রামের রেডিও লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের মো: জাহাঙ্গীর আলম জ্যাকি আমাদের অনুষ্ঠানে শিল্পী ফরিদা পারভীনের গাওয়া একটি লালন গীতি শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে ফরিদা পারভীনের গাওয়া লালন গীতি শুনবো। গানের নাম "পাবি সামনে কি তার দেখা"।

    বাংলাদেশের জামালপুর জেলার বালিজুড়ী বাজার গ্রামের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভানেত্রী কামরুন নাহার শীলা আমাদের অনুষ্ঠানে কিশোর কুমারের কন্ঠে "আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ"এই গানটি শুনতে চেয়েছেন। কিস্তু, খুব দুঃখিত, বোন, গানটি আমার হাতে নেই। তাহলে কিশোর কুমারের কন্ঠে আরেকটি গান শোনাই। গানের নাম "সে যেন আমার পাশে"। আচ্ছা, সবাই মিলে গানটি শুনুন।

    বাংলাদেশের নাটোর জেলার ভবানীপুর গ্রামের মো: শরিফুল ইসলাম(শরিফ) আমাদের অনুষ্ঠানে নচিকেতার গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। বাংলাদেশের ফরিদপুর জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের মোহাম্মদ আলি আমাদের অনুষ্ঠানে নচিকেতার গাওয়া একটি গানও শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি আপনাদের দু'জনের চাহিদা মেটাচ্ছি। সবশেষে "যদি হঠাত্ আবার" নামের নচিকেতার গাওয়া গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, মধুর গানের মধ্য দিয়ে আজকের চাওয়া পাওয়া আজ এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। (লিলি)