মিয়ানমারের জাতীয় রেডিওর ২৪ অক্টোবরের খবরে জানা গেছে, মিয়ানমারের জাতীয় শান্তি ও উন্নয়ন কমিটি এদিন থিন সেইনকে সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে।
জাতীয় শান্তি ও উন্নয়ন কমিটি প্রকাশিত বিবৃতি অনুযায়ী, থিন সেইন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি তিন অং মিন্ট ও জাতীয় শান্তি ও উন্নয়ন কমিটির প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
থিন সেইনের বয়স ৬২ বছর। ২০০৪ সালের অক্টোবরে তিনি জাতীয় শান্তি ও উন্নয়ন কমিটির প্রথম মহাসচিব নিযুক্ত হন।(লিলু)
|