চীন-নেপাল সড়কপথের চীন অংশের সংস্কার কাজ ২০১০ সালের প্রথম দিকে শেষ হবে। সমগ্র সড়কপথ বিটুমিন দিয়ে কার্পেটিং করা হবে। এর ফলে চীন ও নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যকার বিণিজ্য বিনিময় সহজতর হবে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবহণ ব্যুর্রোজানায়, এই সড়কপথের চীন অংশের সংস্কারে মোট ৮০ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৮ সালে চীন-নেপাল সড়কপথের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৬৫ সালে শেষ হয়। চীন ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় বাড়াতে বড় ভূমিকা রাখে। তবে অনেক পুরনো ও অনাধুনিক এই পথ র্থনৈতিক বিনিময়ের চাহিদা মোটাতে পারছিল না ।সে জন্য সুতরাং ২০০৩ সাল থেকে এই অংশের সড়কপথের সংস্কার কাজ শুরু হয়।
|