ইরানের পরমাণু পরিকল্পনা এবং সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি সম্ভাব্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে । মার্কিন পররাষ্ট্রসচিব কন্ডোলিত্স রাইস ২৪ অক্টোবর জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে এ কথা বলেন ।
তিনি বলেন , ইরানের পরমাণু অস্ত্র পরিকল্পনা এ অঞ্চলের স্থিতিশীলতা ক্ষুন্ন করবে । তিনি অভিযোগ তুলে বলেন , লেবানন , আফগানিস্তান , ফিলিস্তিন ও ইরাকের উগ্র গোষ্ঠীগুলোর কাছে ইরান অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছে । তিনি অভিযোগ করেছেন । তিনি বলেন , যেহেতু ইরান বরাবরই ইরাকের শিয়া সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিদেরকে সমর্থন করে এসেছে , সেজন্য যুক্তরাষ্ট্র ইরাকের নিরাপত্তা লংঘনের জন্য ইরানের এ সব তত্পরতার ওপর আঘাত হানতে দৃঢ়প্রতিজ্ঞ ।
অন্য আরেক খবরে জানা গেছে , ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ২৪ অক্টোবর বলেছেন , জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর শাস্তি আরোপের যে সম্ভাব্য নতুন প্রস্তাব গৃহীত হবে , তার কোন মূল্য নেই । (থান ইয়াও খাং)
|