চীন ভারতের কংগ্রেস পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীর চীন সফরের ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে । চীন এই সফরকে দুই পার্টির সম্পর্ক বাড়ানো এবং দু'দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি মাধ্যম হিসেবে দেখছে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৫ অক্টোবর সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন ।
লিউ চিয়ান ছাও বলেন , চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোনিয়া গান্ধী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন । সফরকালে চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে তিনি বৈঠক করবেন । পেইচিং ছাড়া তিনি সি আন ও শাংহাইও সফর করবেন ।(থান ইয়াও খাং)
|