চীন ভারতের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দু'দেশের কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে বাড়াতে আগ্রহী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ২৫ অক্টোবর উত্তরপূর্ব চীনের হারবিনে এ কথা বলেন।
ইয়াং চিয়ে ছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন ও ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং দু'দেশের মধ্যে সুসম্পর্ক হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটের একটি সুস্পষ্ট পরিবর্তন। তিনি জোর দিয়ে বলেন, উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা এবং সংলাপ ও পরামর্শ জোরদার করা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইয়াং চিয়ে ছি সীমান্ত এলাকা সম্পর্কে বলেন, চীন ও ভারতের সীমান্ত এলাকা বিষয়ক বিশেষ প্রতিনিধিদের আলোচনাকে চীন দৃঢ়ভাবে সমর্থন দেয়।
প্রণব মুখার্জি বলেছেন, ভারত চীনের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে পারস্পরিক সমঝোতা ,দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা এবং সম্পর্ক অব্যাহতভাবে বাড়াতে ইচ্ছুক।(লিলু)
|