চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর থাং চিয়া স্যুয়ান ২৫ অক্টোবর পেইচিংয়ে সফররত জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইব্রাহিম আগবুলা গামবারির সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, মিয়ানমারের সরকার ও জনগণের প্রচেষ্টায় এবং সংলাপের মাধ্যমে মিয়ানমার সমস্যার যথাযথ সমাধান করা উচিত।
তিনি বলেছেন, চীন মিয়ানমার পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখে। চীন আশা করে, একটি স্থিতিশীল, উন্নত, গণতন্ত্রিক ও সমঝোতার মিয়ানমার দেখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমার সমস্যা সমাধানের জন্য গঠনমূলক সহযোগিতা দেয়া উচিত। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং গামবারির মধ্যস্থতায় চীন অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।
মিয়ানমার সমস্যার যথাযথ সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে চীন। এর প্রশংসাও করেছেন। তিনি মিয়ানমার সমস্যার সমাধানে অব্যাহতভাবে অবদান রাখতে ইচ্ছুক।(লিলু)
|