২৫ অক্টোবর লেবানন সফররত মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত বলেন, মিশর লেবাননের সকল দলকে গঠনমূলক সংলাপের জন্য আহ্বান জানায়, যাতে দেশটির পরিস্থিতির পরিবর্তন হয় এবং সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন সুনিশ্চিত করা যায় ।
লেবাননের ম্যারোনাইট ধর্মীয় নেতা নসরুল্লাহ্ থাফারের সঙ্গে বৈঠক করার সময় ঘেইত এ কথা বলেন । তিনি জোর দিয়ে বলেন, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে লেবাননের অভ্যন্তরীণ ব্যাপার, সকল বিদেশী শক্তির উচিত লেবাননের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ বন্ধ করা । মিশর লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে থাফারের মধ্যস্থতাকে সমর্থন করে ।
একইদিনে তিনি লেবাননের প্রেসিডেন্ট এমিলে লাহুদের সঙ্গে বৈঠক করার পর এক বিবৃতিতে বলেন, তিনি লেবাননের বিভিন্ন দলের সমঝোতার ব্যাপারে আশাবাদী । লেবাননীরা নিজে থেকেই এ সমস্যা সমাধান করতে পারবে।
(ছাও ইয়ান হুয়া)
|