২৪ অক্টোবর চীনের প্রথম চাঁদ অনুসন্ধান উপগ্রহ সফলভাবে উতক্ষেপিত হয়েছে এবং ঠিকঠাকভাবে পৃথিবীর কক্ষ পথে প্রবেশ করেছে। ২৫ অক্টোবর হংকং ও ম্যাকাওয়ের প্রধান প্রধান তথ্যমাধ্যমে এই সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
হংকংএর " উনওয়ে ", " ডাগং " ও " সাংবাও পত্রিকার প্রকাশিত ভাষ্যে বলা হয়েছে, " ছাংও ১" চাঁদ অনুসন্ধান উপগ্রহের সফল উতক্ষেপন থেকে বোঝা যায় যে, সব ক্ষেত্রেচীনের জাতীয় শক্তি বেড়েছে এবং বংশপরস্পরা ধরে চীনাদের লঙ্ক্ষিতস্বপ্ন ও প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে।এতে প্রতিফলিত হয়েছে যে, মহাশুন্য অনুসন্ধানের পথে চীন গুরুত্বপূর্ণ অগ্রগতি অজর্ন করেছে। এবারের সফল উতক্ষেপন চীনের অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তি এবং জাতীয় সংহতি বাড়ানোর জন্য অনুকুল।
" ম্যাকাও ডেউলি" " নাগরিক ডেউলি" পত্রিকা সহ ম্যাকাওয়ের বিভিন্ন তথ্যমাধ্যমেও " চীনের মহাকাশ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের প্রশংসা করা হয়েছে। এ সব খবরে বলা হয়েছে , ছাংও ১ " চাঁদ অনুসন্ধান উপগ্রহ সফলভাবে উতক্ষেপিত হওয়ায় বিজ্ঞানের প্রতিম্যাকাওয়ের নতুন প্রজন্মেরআগ্রহ বাড়বে।
|