সাম্প্রতিক দিনগুলোতে মালয়েশিয়া, সিংগাপুরের তথ্যমাধ্যমগুলো চীনের চাঁদ অনুসন্ধাণকারী উপগ্রহ সম্পর্কে প্রচার করে আসছে।
মালয়েশিয়ার " নানইয়াং সাংবাও" পত্রিকার " নানইয়াং ইন্টারনেটে" ১ অক্টোবর থেকে চীনের এই পরিকল্পনার খবর প্রচার করছে। এতে গত ৫০ বছরেরও বেশী সময়ে মহাকাশ ক্ষেত্রেচীনের অগ্রগতি বিস্তারিতভাবে বণর্না করা হয়েছে। মালয়েশিয়ার " সিযৌ ডেইলি" পত্রিকার ইন্টারনেটে ২৩ অক্টোবর " ছাংও এক নম্বর " উতক্ষেপনের কাউন্ট ডাউন শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে।
সিংগাপুরের " লিয়েনহো চাও বাও" এবং, " হাইশা ডেইলি" পত্রিকায় " ছাংও এক নম্বর " চাঁদ অনুসন্ধাণকারী উপগ্রহের উতক্ষেপণ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।
|