|
 |
(GMT+08:00)
2007-10-24 19:20:21
|
 |
তুরস্ক ও ইরাকের মধ্যে কুর্দিস্তান ওয়ার্কাস পাটির সশস্ত্র বাহিনী নিয়ে আলোচনা
cri
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি, প্রধান মন্ত্রী নুরি আল মালিকি এরং পররাষ্ট্র মন্ত্রীহোশিয়ার জেবারি ২৩ অক্টোবর আলাদা আলাদাভাবে সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আলি বাবাকানের সঙ্গে বৈঠক করেছেন। সবগুলো বৈঠকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সশস্ত্র বাহিনীর ওপর যৌথভাবে হানার বিয়য় নিয়ে আলোচনা হয়েছে। জালাল তালিবানি ও মালিকি উভয়েই সন্ত্রাসের ওপর আঘাত হানার ব্যাপারে সমর্থন দেওয়ার কথা বলেছেন। তারা জোর দিয়ে বলেছেন, ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে অনুমোদন দেয়া হবে না। মালিকি বলেন, ইরাক সরকার ইরাকে তুরস্কের কুর্দিস্তানওয়ার্কাস পার্টির কার্যালয় বন্ধ করে দেয়ার এবং কুর্দি জঙ্গীদের বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। জেবারিও বলেছেন , ইরাক সরকার সক্রিয়ভাবে তুরস্কের সঙ্গে ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সশস্ত্র বাহিনীর ওপর আঘাত হানবে। আলি বাবাকান বলেন, কুর্দিস্তান ওয়ার্কাস পাটি সহ কোন সংস্থাকে দু'দেশের সম্পর্ককে বাংচাল করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, তুরস্ক আশা করে, কূটনৈতিক উপায়ে দু'দেশের সীমান্ত সংঘর্ষের নিষ্পত্তি করা হবে।
|
|
|