সুদানের পশ্চিমাংশের দারফু অঞ্চলকে চীন সরকারের সাহায্য সামগ্রী ২৩ অক্টোবর সেখানকার স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
দক্ষিণ দারফু অঙ্গরাজ্যের রাজধানী নিয়ালায় এই হস্তান্তর অনুষ্ঠান হয় । সুদানস্থ চীনের রাষ্ট্রদূত লি ছেন ওয়েন হস্তান্তর অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেন , এ সব সামগ্রী যেমন দু'দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক , তেমনি দারফুর অঞ্চলের শান্তি যতোতাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের ক্ষেত্রে চীন সরকারের আন্তরিক আশা-আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে । চীন দারফুর সমস্যার সুষ্ঠু নিষ্পত্তির জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে ।
চীন দীর্ঘকাল ধরে বিভিন্ন ক্ষেত্রে সুদানের জনগণকে যে নিঃস্বার্থ সাহায্য দিয়ে এসেছে , তার জন্য সুদানের জ্বালানী ও খনি সম্পদ মন্ত্রী আওয়াধ আহমেদ আল গজ্ ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন , দারফুর অঞ্চলকে দেয়া চীন সরকারের সাহায্য সামগ্রী স্থানীয় পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । (থান ইয়াও খাং)
|