চীন সক্রিয় ও স্থিতিশীলভাবে নতুন গ্রামীণ আর্থিক সংস্থার তত্ত্বাবধানের গ্রামাঞ্চলে আর্থিক ব্যবস্থা গড়ে তোলার কাজ জোরদার করবে । চীনের ব্যাংকিং তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির উপ-মহাপরিচালক চিয়াং তিং চি ২৩ অক্টোবর এ কথা বলেন ।
তিনি বলেন , চীনের গ্রামাঞ্চলের যে জায়গাগুলোতে আর্থিক সংস্থা এখনও গড়ে তোলা যায় নি , সেখানে এর বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হবে এবং নানা ধরনের আর্থিক সেবা কাজ শুরু হবে । কর আদায় , মুদ্রা , তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিষয়ক নিয়মবিধি আরো পূর্ণাঙ্গ করে তোলা হবে ।
২০০৬ সালের শেষ নাগাদ চীনের ব্যাংকিং তত্ত্বাবধান সংস্থা গ্রামাঞ্চলে বিভিন্ন শাখা গড়ে তোলা সংক্রান্ত নিয়মবিধি শিথিল করে দেয় । এ কার্যক্রম অনুযায়ী , গ্রাম ও থানার ব্যাংক ও ঋণ কোম্পানিসহ গ্রামীণ আর্থিক সংস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রকে উত্সাহ দেয়া হচ্ছে । (থান ইয়াও খাং)
|