এ বছর নাগাদ চীনে অধিক জ্বালানি ব্যবহারকারী দূষণযুক্ত ৫৮৪টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে । ২৪ অক্টোবর চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে এ খবর জানা গেছে।
এর বেশির ভাগই হচ্ছে কারবাইড এবং লোহার ধাতব সংকর সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান।
চীন সরকারের " জ্বালানি সাশ্রয় ও নিঃসরণ হ্রাস কর্মসূচী" অনুযায়ী, ২০১০ সাল নাগাদ চীনে প্রায় ২০ লাখ টন কারবাইড উত্পাদন ব্যবস্থা এবং ৪০ লাখ টন খনিজদ্রব্য উত্পাদন ব্যবস্থা বাতিল করা হবে।--ওয়াং হাইমান
|