মিয়ানমার সমস্যা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি সেদেশের সরকারের আমন্ত্রণে নভেম্বরের শুরুর দিকে মিয়ানমার সফর করতে পারেন। ২৩ অক্টোবর জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র মিশেল মোন্তাস এ কথা বলেন।
মোন্তাস বলেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গাম্বারির মিয়ানমার সফর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আলাপ-আলোচনার পর, মিয়ানমার সরকার নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি আরো বলেন, সফরের নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি । এশিয়ার ছ'টি দেশে রাষ্ট্রীয় সফর শেষ করার পর তিনি সরাসরি মিয়ানমার সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।
১১ অক্টোবর জাতিসংঘ মহাসচিব বান-কি-মুন বলেন, এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার তিনি গাম্বারিকে দেশগুলো সফরের নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত, গাম্বারি থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। ভারত সফরের পর, তিনি চীন ও জাপানে যাবেন।--ওয়াং হাইমান
|