২৪ অক্টোবর চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, চীন রাশিয়ার সঙ্গে দু'দেশের সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত করার জন্য চেষ্টা চালাতে আগ্রহী। চীনের উত্তর-পূর্বাঞ্চলের হা র পিন শহরে চীন , রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের সময় তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছর চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন একটি পর্যায়ে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর রাশিয়া সফর হবে এ বছর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ঘটনা। এই সফর চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা ত্বরান্বিত করার জন্য বড় ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, চীন ও রাশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও দু'দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দু'পক্ষের উচিত সার্বিকভাবে এ আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করা।
লাভরভ বলেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর রাশিয়া সফর এবং চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীর ১২তম নিয়মিত বৈঠক আয়োজনের জন্য রাশিয়া চীনের সঙ্গে সমন্বয় জোরদার করবে।--ওয়াং হাইমান
|