v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-24 18:49:45    
বিশ্বের অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন দায়িত্ব

cri

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের পুঁজি সংগ্রহ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের সংলাপ ২৩ অক্টোবর নিউইয়র্কের সদর দপ্তরে শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন পুঁজি সংগ্রহ ও উন্নয়ন বিষয়ে কার্যকরী রিপোর্ট উত্থাপন করেছেন। এক শোরও বেশি দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ দু'দিনব্যাপী সম্মেলনে এই রিপোর্ট এবং বিশ্বের ভবিষ্যত উন্নয়নের চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। এর পাশাপাশি আগামী বছরের শেষ ভাগে দোহায় অনুষ্ঠেয় "মন্টেরি মতৈক্য" বাস্তবায়ন সংক্রান্ত সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

    ২০০২ সালে আন্তর্জাতিক সম্প্রদায় মেক্সিকোর মন্টেরিতে পুঁজি সংগ্রহ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মতৈক্যে পৌঁছে। এই মতৈক্য হচ্ছে উন্নত দেশগুলো প্রত্যেক বছর জিডিপির ০.৭ শতাংশ। আর্থিক সাহায্য হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে দেবে। এবারের উচ্চ পর্যায়ের সংলাপের প্রধান প্রসঙ্গ হচ্ছে মন্টেরি মতৈক্য বাস্তবায়ন পরিস্থিতি ও পরবর্তী কর্তব্য। জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান স্রায়ান কেরিম সম্মেলনে বলেছেন, এ মতৈক্য বাস্তবায়ন পরিস্থিতি ভালো নয়। তিনি বলেন,

    যদিও উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, তবে বাস্তবায়নের গতি খুব ধীর। কিছু সাফল্য অর্জিত হলেও উন্নত দেশগুলো ২০০২ সালের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ সাহায্য দেয়নি।

    জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্মেলনে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে উন্নয়ন ক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। তবে এ ক্ষেত্রে ভারসাম্যহীতা খুব স্পষ্ট। তিনি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আরো বেশি প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 

    সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায় নির্ধারিত অন্যান্য লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে একটি বাস্তব ও নির্ভরযোগ্য বিশ্ব অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত।

    তিনি আরো বলেন, এগুলো উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। তবে দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করা এবং যথাযথ দায়িত্ব পালন করা প্রয়োজন।

    আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে মন্টেরিতে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা চালানোর তাগিদ দিয়েছি। যাতে সকল দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনা যায়।

    আন্তর্জাতিক অর্থ তহবিল হচ্ছে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বরাদ্দ সংস্থা। এই সংস্থার উপপরিচালক মুরিলো পর্তুগাল মনে করেন, যদিও বেশি বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তবুও তিনি জাতিসংঘের নেতৃত্বে বিশ্বব্যাপী অভিন্ন উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনার ব্যাপারে খুব আশাবাদী। তিনি বলেছেন,

    আমি আশাবাদী তার কারণ হচ্ছে বর্তমানে উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক সংস্কার ও স্বয়ংসম্পর্ণ অর্থনৈতিক নীতির সুফল পেয়েছে। তাদের অবস্থা এখন উন্নতির দিকে।

    তিনিও উন্নয়নশীল দেশগুলো,বিশেষ করে আফ্রিকার দেশগুলোকে সাহায্য দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছেন উন্নত দেশগুলোর প্রতি। (লিলু)