চীনের চাঁদ অনুসন্ধ্যাণকারী উপগ্রহ " ছাংও এক নম্বর " উতক্ষেপিত
cri
২৪ অক্টোবর পেইচিং সময় র সন্ধ্যা ৬টা ৫ সেকেন্ডে চীনের প্রথম চাঁদ অনুসন্ধাণকারী উপগ্রহ " ছাংও এক নম্বর" সফলভাবে উতক্ষেপন করা হয়েছে। স্বয়ংসম্পূর্ণ চীনা প্রযুক্তিতে তৈরী এই উপগ্রহ " লং মার্চ তিন নম্বর" বাহক রকেটের সাহায্যে চীনের পশ্চিমাংশের সিছাং উপগ্রহ কেন্দ্র থেকে উতক্ষেপন করা হয়েছে।
|
|