মূদ্রা ও ঋণের যৌক্তিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং নিয়ন্ত্রণেরনতুন পদক্ষেপ নেবে। যাতে টেকসই উন্নয়ন বাস্তবায়িত হয়। চীনের কেন্দ্রীয় ব্যাংক অর্থাত গণ ব্যাংক ২৩ অক্টোবর এ কথা জানিয়েছে। একই দিন কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত একটি অধিবেশনে জানা গেছে, ভবিষ্যতে ব্যাংকিং ক্ষেত্রের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্যে কেন্দ্রীয় ব্যাংক গভীরভাবে সংস্কার চালাবে। তা ছাড়া, ব্যাংকিং বাজারে নতুন নতুন উদ্ভাবন ও কাঠামো গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শিল্প-প্রতিষ্ঠানের তহবিল গড়ে ওঠার মতোউঠার পণ্যদ্রব্য ব্যাপকভাবে বিকশিত করতে হবে এবং বৈদেশিক মুদ্রার বাজার লালন ও বিকশিত করতে হয়।
অধিবেশনে আরও জানা গেছে , কেন্দ্রীয় ক্যাংক স্থিতিশীলভাবে শেয়ার ও ফিউচাস এবং বীমা ও মুদ্রা পাচার দমন কাজের পযর্বেক্ষণ কাজ আরও জোরদার করবে।
|