২৩ অক্টোবর রাশিয়ার একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া সরকার আগামী কয়েক বছরের মধ্যে অব্যাহতভাবে এশিয়া ও প্রশান্ত মহা-সাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস রপ্তানী বাড়াবে । অনুমাণ করা হচ্ছে ২০১৫ সালের শেষ নাগাদ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানী বৃদ্ধি হার ১৫ শতাংশ ও ২৫ শতাংশ হবে ।
রাশিয়ার শিল্প ও জ্বালানী সম্পদ বিষয়ক উপমন্ত্রী আনাতলি ইয়ানোভস্কি মস্কোয় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জ্বালানী সম্পদ সপ্তাহ সম্মেলনে বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে রাশিয়ার জ্বালানী সম্পদের রপ্তানী কাঠামো পরিবর্তিত হবে। এশিয়ার দেশগুলোতে তেল ও গ্যাসের রপ্তানী হার বাড়বে ।
২০০৬ সালে রাশিয়ার সেইন্ট পিটারসবুর্গে অনুষ্ঠিত গ্রুপ-৮ সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়া ও বিশ্বের জ্বালানী সম্পদ ব্যবস্থার সমন্বিতকরণ নিয়ে মতৈক্য হয় । ইয়ানোভস্কি জোর দিয়ে বলেন, এশিয়া ও প্রশান্ত মহা-সাগরীয় অঞ্চলে রাশিয়ার জ্বালানী সম্পদের রপ্তানী বৃদ্ধি এ মতৈক্য বাস্তবায়নে সহায়ক হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|