v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-23 21:12:36    
সারা জাতির'হুয়া এর' নামে লোক সংগীতের গায়ক পিং

cri
    এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা হুয়া এর নামে এক ধরনের লোক সংগীত । ' হুয়া এর' উত্তর পশ্চিম চীনের কানসু , নিনসিয়া , ছিংহাই ও সিনচিয়াসহ বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত । এই ধরনের লোক সংগীত তুংসিয়াং জাতি , পাওআন জাতি , হুই জাতি ও সারা জাতিসহ বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে খুব জনপ্রিয় । এ সব সংখ্যালঘু জাতি এই ধরনের লোক সংগীতের মাধ্যমে সুখী জীবন ও ভালবাসার প্রতি তাদের আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকে । আজ এই অনুষ্ঠানে হুয়া এর লোক সংগীতের গায়িকা সু পিং সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    ৬৫ বছর বয়স্ক সু পিং ছিংহাই প্রদেশে জন্ম গ্রহণ করেছেন । তাঁকে স্থানীয় লোক সংগীতের রাণী বলা হয় । তাঁর গান গাওয়ার বৈশিষ্ট্য উদার ও উত্সাহব্যঞ্জক । তিনি বলেন , ছিংহাই প্রদেশ হুয়া এর লোক সংগীতের জন্মস্থান । ওখানে প্রতি বছর বেশ কয়েকবার হুয়া এর লোক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় । এপ্রিল , জুলাই ও অক্টোবর মাসে লোক সংগীতানুষ্ঠান আয়োজনের জন্য গ্রামবাসীরা পাহাড় , বন ও নদীর ধারে জড়ো হয় । তারা গান গাওয়ার মাধ্যমে ভালবাসা ও প্রেমের অনুভূতি ব্যক্ত করে এবং প্রেমিক-প্রেমিকাদের অন্বেষণ করে থাকে । হুয়া এর লোক সংগীতানুষ্ঠান সাধারণতঃ সারা রাত ধরে পরিবেশিত হয় । এতে গ্রামবাসীরা খুব খুশি এবং আত্মহারা । সু পিং ঠিক এই পরিবেশে বড় হয়েছেন এবং একজন বিখ্যাত শিল্পী হয়েছেন ।

    একটি কৃষক পরিবারে তাঁর জন্ম । ছোট বেলায় তিনি সুষ্ঠু ঘরোয়া পরিবেশে লেখাপড়া করেছেন । তিনি ১৬ বছর বয়সে হুয়া এর লোক সংগীত চর্চা শুরু করে । ফলে তিনি তাড়াতাড়ি কানসু , নিনসিয়া ও ছিংহাই-এর সকল হুয়া এর অনুরাগীদের সমাদর পেয়েছেন । গান গাওয়ার কৌশল ও নৈপুণ্যের দিক থেকে তিনি চীনের রাষ্ট্রীয় সংগীত ইনস্টিটিউটের বহু শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যও অর্জন করেছেন ।

    ১৯৮০ সালে চীনের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা হিসেবে সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার জন্য সু পিং দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন । তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করেছেন । চার বছর পর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র-সিসিটিভি'র উদ্যোগে চীনের চন্দ্রবর্ষের বসন্ত উত্সব উপলক্ষে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর পরিবেশিত হুয়া এর লোক সংগীত দেশ-বিদেশে খুব জনপ্রিয় হয় । গান পরিবেশনের জন্য তাঁকে অস্ট্রিয়া , জার্মানী,ফ্রান্স ও ইটালীসহ বেশ কয়েকটি দেশে যাওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে ।

    এতক্ষণ শুনলেন হুয়া এর নামে একটি লোক সংগীত । তিনি দেশ-বিদেশের ব্যাপক মর্যাদা লাভ করেছেন । কিন্তু তিনি নিজের জন্মস্থানের গ্রামবাসীদের মূল্যায়নের ওপর সবচেয়ে গুরুত্ব দেন । এক দিন তিনি অনুষ্ঠান পরিবেশনের জন্য একটি সোনার খনিতে যান । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আরো দশ বারো জন খনিজীবী আসল । তারাও সু পিং-এর গান শুনতে চাইল । কিন্তু তারা সু পিং-এর অতিরিক্ত ক্লান্তি ও স্বাস্থ্যের কথা চিন্তাও করল । সু পিং এই কথা জেনে তাদের জন্য একটানা দশ বারোটি গান গেয়েছেন । কিছু দিন পর তিনি খনিজীবীদের পাঠানো একটি চিঠি পেলেন । চিঠিতে সোনাসহ কয়েকটি পাথর ছিল । এতে সু পিং-এর প্রতি খনিজীবীদের শ্রদ্ধা ও স্নেহ ব্যক্ত করা হয়েছে । সু পিং খুব মুগ্ধ হলেন । তিনি বলেন ,

    তিনি দর্শকদের নিজের আত্মীয় স্বজন বলে মনে করেন । তারাও তার প্রতি বিশেষ শ্রদ্ধা ও স্নেহ ব্যক্ত করেন । তিনি মনে করেন , লোক সংগীত জনসাধারণের সাংস্কৃতিক উত্তরাধিকার । তাই লোক সংগীতের মাধ্যমে জনসাধারণের সেবা করতে হবে এবং তাদের সুখ-দুঃখ ও চিন্তা ভাবনাসহ নানা ধরনের অনুভূতি প্রকাশ করতে হবে ।

    সু পিং যেমন হুয়া এর লোক সংগীত পরিবেশনের ব্যাপারে বিরাট সাফল্য অর্জন করেছেন , তেমনি তিনি জনসাধারণের কাছ থেকে বিপুল সংখ্যক হুয়া এর লোক সংগীতও সংগ্রহ করেছেন । তিনি স্ববৈশিষ্ট্যসম্পন্ন হুয়া এর লোক সংগীতের ক্ষেত্রে অধ্যয়ন করেছেন এবং নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বহু বইপুস্তক রচনা করেছেন । শিক্ষক ও ছাত্রছাত্রীদের হুয়া এর লোক সংগীত সম্পর্কে অবহিত করার জন্য তিনি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন । হুয়া এর লোক সংগীত উত্তরাধিকার সূত্রে গ্রহণ এবং তা সম্প্রসারিত করার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন , তা চীনের লোক সাহিত্য ও শিল্পকলা সমিতির উচ্চ মূল্যায়ন পেয়েছে ।

    হুয়া এর লোক সংগীতের রাণী হিসেবে সু পিং এই লোক সংগীত প্রচার ও সম্প্রসারিত করার ব্যাপারে বিরাট ভূমিকা পালন করেছেন । গত কয়েক দশকে নিরন্তরভাবে অনুশীলনের মাধ্যমে তিনি গান গাওয়ার স্ববৈশিষ্ট্য সম্পন্ন রীতি-নীতি সৃষ্টি করেছেন ।

বর্তমানে সু পিং ও তাঁর গান চীনের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে খুবই জনপ্রিয় । একজন অল্পবয়সী মহিলা ছেং লু সংবাদদাতাকে বলেন ,

সু পিং-এর গান গাওয়ার কন্ঠস্বর শুনতে খুব সুন্দর । তাঁর মতো বহু যুবকযুবতী তাঁকে খুব পছন্দ করেন । সু পিং-এর বয়স ৬০ বছরেরও বেশি । কিন্তু তার কন্ঠস্বর আগের মতোই সুন্দর রয়েছে । তারা আশা করেন , সারা জাতির লোক সংগীতের এই অনন্য বৈশিষ্ট্য সম্প্রসারিত করা যাবে ।

    কিছু দিন আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবাদদাতা প্রকৃতভাবে সু পিং-এর গান গাওয়ার আকর্ষণীয় শক্তিকে অনুভব করেছেন । অনুষ্ঠান শেষে দর্শকরা তুমুল করমর্দন দিয়ে তাদের জনপ্রিয় গায়িকাকে স্বাগত জানিয়েছেন ।

    সু পিং-এর কন্ঠস্বর ও গান গাওয়ার নৈপুণ্য সত্যি চমত্কার হয়েছে । এতে দর্শকরা প্রফুল্ল হয়ে উঠেছে এবং তুমুল করতালি দিয়ে এবং তাঁর সঙ্গে করমর্দন করে তাদের জনপ্রিয় গায়িকাকে স্বাগত জানিয়েছে ।

    সু পিং-এর কন্ঠস্বর ও গান গাওয়ার নৈপুণ্য সত্যি চমত্কার হয়েছে । এতে দর্শকরা প্রফুল্ল হয়ে উঠেছে এবং তুমুল করতালি দিয়েছে ।