শহরের উন্নতির পাশাপাশি লোকসংখ্যার সঙ্গে সংগতি রাখার জন্য চীনের তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরে প্রতিদিন ১.৫ লাখ টন দুষিত পানি পরিষোধনের কারখানা নির্মাণ করা হবে।
জানা গেছে, বর্তমানে লাসা শহরের দুষিত পানি পরিষোধন কারখানায় প্রতিদিন ৫০হাজার টন দুষিত পানি পরিষোধিত হয়। কিন্তু গত কয়েক বছরে লাসা শহরের নির্মাণ কাজ ও লোকসংখ্যা অব্যাহতভাবে বাড়ছে, সে জন্য লাসা শহরের দুষিত পানি নিঃসরণের পরিমাণের তুলনায় এ কারখানার সামর্থ্য কম ।
নতুন কারখানার ভবিষ্যতের লক্ষ্য হল প্রতিদিন ২.৫ থেকে ৩ লাখ টন দুষিত পানি পরিষোধন করা। বর্তমানে এ কারখানা নির্মাণ সংশ্লিষ্ট রিপোর্ট, প্রাথমিক তদন্ত, পরিকল্পনা, স্থান ও পরিবেশ সুরক্ষার মূল্যায়ন শেষ করা হয়েছে।ছাই ইউয়ে
|