মধ্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ২২ অক্টোবর কোস্টারিকার রাজধানী সান হোসেতে রাজনৈতিক ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক প্রথম দফার আলোচনা শুরু করেছে।
মধ্য আমেরিকা ও ই'ইউ-এর দু'শোজন প্রতিনিধি এদিন বিকাল পাঁচটা থেকে আলোচনা শুরু করেন। কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রথম দফার আলোচনায় বিভিন্ন দেশ বাণিজ্যিক চুক্তি এবং দু'পক্ষের সংশ্লিষ্ট স্বার্থসহ বিভিন্ন বিষয়ে সামষ্টিক আলোচনা করবে এবং ভবিষ্যততে কয়েক দফা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেবে। এ দফার আলোচনা ২৬ অক্টোবর শেষ হবে।
মধ্য আমেরিকা ও ই'ইউ ২০০৮ সালের শেষ দিকে অথ বা ২০০৯ সালের প্রথম দিকে রাজনৈতিক সংলাপ,সহযোগিতা এবং অবাধ বাণিজ্যসহ তিনটি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে।
|