আফগানিস্তানে সন্ত্রাস দমনের জন্য সেখানে ন্যাটোর দেশগুলোর সৈন্য সংখ্যা বাড়ানো উচিত । ২২ অক্টোবর কিয়েভে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেট্স এ কথা বলেন।
কিয়েভে উপস্থিতি দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বার্ষিক সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে কিছুটা অসন্তোষ প্রকাশ করে রবার্ট গেট্স বলেন, ন্যাটোর সদস্যদেশগুলোরযে ২০ লাখ সৈন্য রয়েছে তার মধ্যে কিছু সৈন্য আফগানিস্তানে সন্ত্রাস দমনে পাঠানো যায়। আফগানিস্তানে পাঠানোর জন্য ন্যাটোর আরও ৩ হাজার সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আফগানিস্তানে হেলিকপ্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজ-সরঞ্জাম পাঠানো হবে।
তিনি আরো বলেন, ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনে তিনি বিভিন্ন সদস্যদেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আফগানিস্তানে সৈন্য সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।--ওয়াং হাই মান
|