v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-23 19:00:39    
তিব্বতে ভ্রমণ ১৫--- তিব্বতের শেষ দিন

cri

   ২৭ আগস্ট তিব্বতে আমাদের শেষ দিন । আজ হচ্ছে তিব্বত আসার ১৪তম দিন । দু'সপ্তাহের সাক্ষাত্কার নেয়া ও ভ্রমণের পর আমাদের কাজ আজ শেষ হবে । শরীরের অসুস্থতা অব্যাহতভাবে চলছে । পেইচিং ফিরে যাবার পর হাসপাতালে যাবো । আজকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য ব্যুরো এবং লাসা রেল স্টেশনে গিয়ে সাক্ষাত্কার নেবো। আমাদের সাক্ষাত্কার দলটিকে সময় বাচানোর জন্য দু'টি দলে বিভক্ত করা হয় । হাসপাতালে ইনজেকশন নেয়ার কারণে আমি আজকের সাক্ষাত্কার অংশ নিতে পারি নি। ইনজেকশন নেয়ার পর আমি অন্য একজন সহকর্মীর সঙ্গে দোকান গিয়ে আমাদের লাগেজ ব্যাকআপ করার জন্য কাগজের ব্যাগ কিনেছি ।

    বিকেলে লাসা রেল স্টেশনে গিয়ে রেলপথে তিব্বতে আসা পর্যটকদের সাক্ষাত্কার নেই এবং লাসার নতুন রেল স্টেশনেরকিছু ছবি তুলি । তিব্বতের সোনালী পর্যটনের সময় রেলপথে তিব্বত আসার টিকিট বলতে গেলে পাওয়া কঠিন হয়ে যায় । এ কারণে রেলপথে আসা পর্যটকরা ছিংহাই-তিব্বত রেলপথে তিব্বতে আসার চেষ্টা করে । এটা তাদের ভালো লাগে । পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে তারা নিজেদের মতামত প্রকাশ করে । সবাই মনে করে, তিব্বতের সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভালভাবে সংরক্ষণ করা উচিত এবং তারা প্রচেষ্টা চালিয়ে নিজেদের আবের্জনা নির্দিষ্ট স্থানে ফেলে দেন । তাদের কথা শুনে আমাদের অনেক খুশি লাগে । যদি প্রত্যেক লোকের মনে পরিবেশ সংরক্ষণের ধারণা থাকে, তাহলে পরিবেশ সংরক্ষণ ভালভাবে বাস্তবায়ন করা সম্ভ । সববশেষ সাক্ষাত্কার নেয়ার পর আমার মনে দুঃখ বোধ জাগে । যদিও তিব্বত আসার পর শরীর অসুস্থ হয়েছে । কিন্তু প্রতিদিন আমার মন অনেক ভালো ছিল। তিব্বত আসার পর আমি প্রতিদিন একজন সাংবাদিকের মতো সাক্ষাত্কারের কাজ করছি । তা পেইচিংয়ের বেতারে সংবাদ প্রচারের চেয়েও আরো মজা ও চ্যালেঞ্জের মনে হয় ।

    আজ হচ্ছে সাক্ষাত্কারের শেষ দিন । সুন্দর তিব্বতের কাছ থেকে বিদায় নেবো কালকে । কবে আবার আমি তিব্বতে আসবো? আমি জানি না । রাতে তিব্বত বেতারের নেতৃবৃন্দ আমাদের বিদায় দেয়ার জন্য একটি সভা আয়োজন করেন । এটা হচ্ছে আমরা এবং আমাদের তিব্বতীয় জাতির বন্ধুদের সঙ্গে মেলামেশা ও শেষে ডিনার । সবারই একটু দুঃখ লাগে । আমাদের বিদায় দেয়ার জন্য তারা পৃথক পৃথকভাবে নিজের কন্ঠ দিয়ে তিব্বতের একটি সুন্দর জাতীয় গান গান । আমরা সাদা হাদা পরে সুন্দর গান শুনে দু'সপ্তাহের গল্প স্মরণ করি । মনে অনেক অনুভূতি জাগে । আমি মনে করি, পেইচিং ফিরে আসার পর তিব্বত সম্পর্কে শ্রোতাবন্ধুদের জন্য কয়েকটি মজার অনুষ্ঠান তৈরী করবো । তা আমাদের তিব্বত ভ্রমণের সবচেয়ে ভালো উপহারে পরিণত হবে । এ কারণে আমি প্রতিদিন নিজেদের কিছু সাক্ষাত্কার ও ভ্রমণের অনুভূতির কথা লিখি । আশা করি, আপনারা আমার দিনলিপি দেখার পর তিব্বতের অনেক তথ্য জানতে পারবেন এবং সুযোগ পেলে অবশ্যই চীনের তিব্বত এসে মালভূমির সুন্দর দৃশ্য ও রীতিনীতি উপভোগ করবেন । বন্ধুরা, আমার লেখার এখানেই শেষ ।