২৩ অক্টোবর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকান ইরাক সফর শুরু করেছেন । দু'দেশের সীমান্ত অঞ্চলে কুর্দী শ্রমিক পার্টি সমর্থকদের তুরস্কের ওপর চালানো হামলা থেকে সৃষ্ট সংঘর্ষ অবস্থা সমাধান করাই এ সফরের উদ্দেশ্য ।
জানা গেছে, সফরের সময় বাবাকান ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী নুরি আল মালিকিসহ ইরাক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন । দু'পক্ষ দু'দেশের সীমান্ত অঞ্চলের সংঘর্ষ এবং উত্তর ইরাকের কুর্দী শ্রমিক পার্টির সশস্ত্র সমর্থকদের ওপর বিভিন্ন আঘাত হানাসহ বিষয় নিয়ে মত বিনিময় করবে ।
সফর শেষ হওয়ার আগে বাবাকান এবং ইরাকী পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং করবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|