ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ২২ অক্টোবর ভারতের রাজধানী নয়া দিল্লীতে দু'দেশের যৌথ সন্ত্রাসদমন ব্যবস্থা সংক্রান্ত দ্বিতীয় দফা বৈঠক করেছেন। দু'পক্ষই সন্ত্রাসদমন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহত রাখার কথা প্রকাশ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সি সিং এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালিদ আজিজ বাবরের নেতৃত্বে দু'দেশের প্রতিনিধিদল দিনব্যাপী বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকের পর এক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, দু'পক্ষ এ বছরের মার্চ মাসে যৌথ সন্ত্রাসদমন ব্যবস্থার প্রথম বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়ের ব্যাপারে দু'পক্ষের গৃহীত ব্যবস্থার পর্যালোচনা করেছে। দু'পক্ষ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য বিনিময়, তদন্ত কাজে পারস্পরিক সমন্বয় এবং নতুন সন্ত্রাসদমন ব্যবস্থা নিশ্চিত করতেও রাজী হয়েছে। তাছাড়া আগামী বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। (খোং চিয়া চিয়া)
|