লি ছাংছুন , পুরুষ , হান জাতিভূক্ত ,১৯৪৪ সালের ফেব্রুয়ারী মাসে জন্ম । লিয়াওনিং প্রদেশের তালিয়েন শহরের অধিবাসী, ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে পার্টিতে যোগ দান । ১৯৬৬ সালের সেপ্টেম্বর মাসে কাজে যোগদান। হারপিন প্রযুক্তি ইনস্টিটিউটের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও প্রকল্প বিভাগের শিল্প প্রতিষ্ঠান স্বয়ংক্রীয়করণ বিষয়ে স্নাতক । বিশ্ববিদ্যালয় শিক্ষিত, প্রকৌশলী।
বর্তমানে চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য
১৯৬১--১৯৬৬ : হারপিন প্রযুক্তি ইনস্টিটিউটের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও প্রকল্প বিভাগের শিল্প প্রতিষ্ঠান স্বয়ংক্রীয়করণ বিষয়ে পড়াশোনা
১৯৬৬--১৯৬৮ : চাকরি অপেক্ষায় ইনস্টিটিউটে অবস্থান
১৯৬৮--১৯৭৫ : লিয়াও নিং প্রদেশের সেনইয়াং শহরের স্যুইচ গিয়ার কারখানার কারিগর
১৯৭৫--১৯৮০ : লিয়াও নিং প্রদেশের সেন ইয়াং শহরের বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানির বিপ্লবী কমিটির ভাইস চেয়ারম্যান , পার্টির কমিটির স্থায়ী সদস্য , সেনইয়াং শহরের বিদ্যুত্ নিয়ন্ত্রণ সরঞ্জাম কোম্পানির উপ ব্যবস্থাপক , ব্যবস্থাপক , পার্টি কমিটির উপ সম্পাদক ।
১৯৮০--১৯৮১ : লিয়াও নিং প্রদেশের মেন ইয়াং শহরের যন্ত্রপাতি ও বিদ্যুত ব্যুরোর উপপরিচালক , পার্টি কমিটির উপ সম্পাদক
১৯৮১--১৯৮২ : লিয়াওনিং প্রদেশের সেনইয়াং শহরের পার্টি কমিটির উপ মহা সচিব
১৯৮২--১৯৮৩ : লিয়াওনিং প্রদেশের সেন ইয়াং শহরের ভাইস মেয়র পাশাপাশি সেনইয়াং শহরের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান ।
১৯৮৩--১৯৮৫ : লিয়াওনিং প্রদেশের সেনইয়াং শহরের পার্টি কমিটির সম্পাদক , মেয়র
১৯৮৫--১৯৮৬ : লিয়াওনিং প্রাদেশিক কমিটির উপ সম্পাদক ও পার্টির সেন ইয়াং পৌর কমিটির সম্পাদক
১৯৮৬--১৯৮৭ : লিয়াওনিং প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , ভারপ্রাপ্ত গভর্ণর
১৯৮৭--১৯৯০ : লিয়াও নিং প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , গভর্ণর
১৯৯০--১৯৯১ : হোনান প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , ভারপ্রাপ্ত গভর্ণর
১৯৯১--১৯৯২ : হোনান প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , গভর্ণর
১৯৯২--১৯৯৩ : হোনান প্রাদেশিক কমিটির সম্পাদক
১৯৯৩--১৯৯৭ : হোনান প্রাদেশিক কমিটির সম্পাদক, প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান
১৯৯৭--১৯৯৮ : কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , হোনান প্রাদেশিক কমিটির সম্পাদক , প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান
১৯৯৮--২০০২ : কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , কুয়াংতুং প্রাদেশিক কমিটির সম্পাদক
২০০২--- কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য
দ্বাদশ কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য । ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম এবং ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য । ১৫তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য। ১৬তম ও ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও স্থায়ী কমিটির সদস্য।
|