
হো কুও ছিয়াং, পুরুষ, হান জাতিভূক্ত, সিয়াংসিয়াং এর অধিবাসী, হুনান প্রদেশ, জন্ম অক্টোবর ১৯৪৩, ১৯৬৬'র জানুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান, ১৯৬৬'র সেপ্টেম্বরে কাজ শুরু। পেইচিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অজৈব রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে অজৈব প্রকৌশল বিষয়ে স্নাতক। সিনিয়র প্রকৌশলী।
বর্তমানে কেন্দ্রীয় পলিটি ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় শৃংখলা পরিদর্শন কমিশনের সম্পাদক এবং চীনা কমিউনিস্ট পার্টির সাংগঠনিক মন্ত্রী।
১৯৬১-১৯৬৬ : পেইচিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অজৈব রাসায়নিক প্রকৌশল বিভাগের অজৈব প্রকৌশলের ছাত্র।
১৯৬৬-১৯৬৭ : চাকরির অপেক্ষায় ইনস্টিটিউটে অবস্থান।
১৯৬৭-১৯৭৮ : শানতুং প্রদেশের লুনান রাসায়নিক সার কারখানার সংশ্লেষণা কর্মশালার কারিগর, পরিচালক এ বং পার্টি শাখার সম্পাদক।
১৯৭৮-১৯৮০ : শানতুং প্রদেশের লুনান রাসায়নিক সার কারখানার উপপরিচালক এবং উপ প্রধান প্রকৌশলী।
১৯৮০-১৯৮২ : শানতুং প্রদেশের রাসায়নিক এবং পেট্রলিয়াম শিল্প বিভাগের নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিচালক।
১৯৮২-১৯৮৪ : শানতুং প্রদেশের রাসায়নিক এবং পেট্রলিয়াম শিল্প বিভাগের উপ মহাপরিচালক।
১৯৮৪-১৯৮৬ : শানতুং প্রদেশের রাসায়নিক এবং পেট্রলিয়াম শিল্প বিভাগের মহাপরিচালক।
১৯৮৬-১৯৮৭ : শানতুং প্রাদেশিক কমিটির স্থায়ী সদস্য এবং চিনান পৌর কমিটির উপ-সম্পাদক।
১৯৮৭-১৯৯১ : শানতুং প্রাদেশিক কমিটির স্থায়ী সদস্য এবং চিনান পৌর কমিটির সম্পাদক।
১৯৯১-১৯৯৬ : রসায়ন শিল্প উপমন্ত্রী ও পার্টি নেতৃমন্ডলী গ্রুপের উপ-সম্পাদক।
১৯৯৬-১৯৯৭ : ফুচিয়ান প্রাদেশিক কমিটির উপ-সম্পাদক ও ভারপ্রাপ্ত গভর্ণর।
১৯৯৭-১৯৯৯ : ফুচিয়ান প্রাদেশিক কমিটির উপ-সম্পাদক ও গভর্ণর।
১৯৯৯-২০০২ : ছোংছিং পৌর কমিটির সম্পাদক।
২০০২-২০০৭ : কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী।
২০০৭- কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির সম্পাদক, কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী।
১২তম, ১৩তম ও ১৪তম কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, ১৫তম, ১৬তম ও ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৬তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও স্থায়ী সদস্য, ১৭তম কংগ্রেসে কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির সদস্য, স্থায়ী সদস্য ও সম্পাদক।
|