 চিয়া ছিংলিন , পুরুষ , হান জাতিভূক্ত । ১৯৪০ সালের মার্চ মাসে জন্ম । হোপেই প্রদেশের পোথৌ জেলার অধিবাসী । ১৯৫৯ সালের ডিসেম্বর মাসে চীনা কমিউনিষ্ট পার্টিতে যোগ দান । ১৯৬২ সালের অক্টোবর মাসে চাকরি শুরু । হোপেই প্রকৌশলী ইনস্টিটিউটের বিদ্যুত শক্তি বিভাগের বৈদ্যুতিক মোটর ও যন্ত্রপাতির নকসা এবং উত্পাদন বিভাগ থেকে স্নাতক । তিনি সিনিয়ার প্রকৌশলী।
বর্তমানে কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য। চীনের জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় পরিষদের চেয়ারম্যান , পার্টির নেতৃমন্তলী গ্রুপের সম্পাদক ।
১৯৫৬--১৯৫৮ : সি চিয়াচুয়াং শহরের শিল্প ব্যপস্থাপনা স্কুলের শিল্প প্রতিষ্ঠান পরিকল্পনা বিভাগে পড়াশোনা ।
১৯৫৮--১৯৬২ : হোপেই প্রকৌশল ইনস্টিটিউটের বিদ্যুত শক্তি বিভাগের বৈদ্যুতিক মোটর ও যন্ত্রপাতির নকসা ও উত্পাদ বিভাগে পড়াশোনা ।
১৯৬২-- ১৯৬৯ : যন্ত্র নির্মাণ বিষয়ক প্রথমমন্ত্রণালয়ের কমপ্লিট প্ল্যান্ট ব্যুরোর কারিগর , কমিউনিষ্ট যুব লীগের উপ সম্পাদক
১৯৬৯--১৯৭১ : যন্ত্র নির্মঅণ বিষয়ক প্রথম মন্ত্রণালয়ের চিয়াংসি প্রদেশের ফোংসিন " ৭ মে" ক্যাডার স্কুলে কাজ শুরু
১৯৭১--১৯৭৩ : যন্ত্র নির্মাণ বিষয়ক প্রথম মন্ত্রণালয়ের কার্যালয়ের নীতি গবেষণালয়ের কারিগর
১৯৭৩--১৯৭৮ : যন্ত্র নির্মাণ বিষয়ক প্রথম মন্ত্রণালয়ের পণ্য ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান
১৯৭৮--১৯৮৩ : চীনের জাতীয় যন্ত্র ও সরঞ্জাম আমদানি-রপ্তানি করপোরেশনের মহা ব্যবস্থাপনা
১৯৮৩--১৯৮৫ : সানসি প্রদেশের থাইইউয়ান ভারী যন্ত্রপাতি কারখানার পরিচালনা , পার্টি কমিটির সম্পাদক
১৯৮৫ --১৯৮৬ : পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য , উপ সম্পাদক
১৯৮৬--১৯৮৮ পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির উপ সম্পাদক ও প্রাদেশিক কমিটি সাংগঠনিক বিভাগের প্রধান
১৯৮৮--১৯৯০ পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির উপ সম্পাদক, পাশাপাশি প্রাদেশিক পার্টি স্কুলের প্রেসিডেন্ট, পার্টির প্রাদেশিক কমিটির অধীনস্থ বিভাগগুলোর কর্ম কমিটির সম্পাদক ।
১৯৯০--১৯৯১ : পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , অস্থায়ীগভর্ণর
১৯৯১--১৯৯৩ : পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির উপ সম্পাদক , গভর্ণর
১৯৯৩--১৯৯৪ : পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির সম্পাদক , গভর্ণর
১৯৯৪--১৯৯৬ : পার্টির ফুচিয়েন প্রাদেশিক কমিটির সম্পাদক, প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান
১৯৯৬--১৯৯৭ : পেইচিং পৌর সরকারের পার্টি কমিটির উপ সম্পাদক, ভারপ্রাপ্ত মেয়র, মেয়র
১৯৯৭--১৯৯৯ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , পেইচিং পৌর সরকারের পার্টি কমিটির সম্পাদক , মেয়র
১৯৯৯--২০০২ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , পেইচিংপৌর সরকারের পার্টি কমিটির সম্পাদক
২০০২--২০০৩ : কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য
২০০৩-- কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , দশম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেযারম্যান , পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক
পার্টির ১৪তম , ১৫তম , ১৬তম এবং ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , ১৬তম ও ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , স্থায়ী কমিটির সদস্য , দশম জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ।
|