
উ পাং কুও ,পুরুষ, হান জাতিভুক্ত। ১৯৪১ সালের জুলাই মাসে হানহুই প্রদেশের ফেইতোংয়ে জন্ম। ১৯৬৪ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দান। ১৯৬৬ সালে ছিনহুয়া বিশ্ববিদ্যালয়ের রেডিও ও ইলেক্ট্রোনিক্স বিভাগের ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস বিষয়ে স্নাতক প্রকৌশলী।
বর্তমানে কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, ১০তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক।
১৯৬০ -১৯৬৭: ছিনহুয়া বিশ্ববিদ্যালয়ের রেডিও ও ইলেক্ট্রোনিক্স বিভাগের ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস বিষয়ের ছাত্র।
১৯৬৭ - ১৯৭৬: সাংহাইয় তৃতীয় ইলেকট্রনিক টিউব কারখানার শ্রমিক ও কারিগর। কারিগরী বিভাগের উপপরিচালক ও পরিচালক।
১৯৭৬ - ১৯৭৮: সাংহাই তৃতীয় ইলেকট্রনিক টিউব কারখানার পার্টি কমিটির উপ সম্পাদক, বিপ্লবী কমিটির উপপরিচালক, কারখানার উপপরিচালক ও পার্টি কমিটির উপসম্পাদক, কারখানার পরিচালক।
১৯৭৮ - ১৯৭৯: শাংহাই ইলেক্ট্রনিক কম্পোনেন্ট শিল্প কোম্পানির ভাইস ম্যানেজার ছিলেন।
১৯৭৯ - ১৯৮১ :শাংহাই ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস কোম্পানির উপ ব্যবস্থাপক।
১৯৮১ - ১৯৮৩: মিটার ও টেলিযোগাযোগ শিল্প ব্যুরোর পার্টি কমিটির উপ- সম্পাদক।
১৯৮৩ - ১৯৮৫: শাংহাই পৌর কমিটির স্থায়ী সদস্য ,যুগপত্ পৌর কমিটির সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত।
১৯৮৫ - ১৯৯১: শাংহাই পৌর কমিটির উপ সম্পাদক।
১৯৯১ - ১৯৯২: শাংহাই পৌর কমিটির সম্পাদক।
১৯৯২ - ১৯৯৪: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও শাংহাই পৌর কমিটির সম্পাদক।
১৯৯৪ - ১৯৯৫: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সম্পাদক।
১৯৯৫ - ১৯৯৭: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সম্পাদক ও উপপ্রধানমন্ত্রী।
১৯৯৭ - ১৯৯৮: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী।
১৯৯৮ - ১৯৯৯: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য,রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় বৃহত্ শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।
১৯৯৯ - ২০০২: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, পার্টি নেতৃমন্ডলী গ্রুপের সদস্য ও কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।
২০০২ - ২০০৩: কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য ও কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।
২০০৩ - কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক।
১২ ও ১৩তম চীনের কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, ১৪,১৫,১৬ ও ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৪তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য। ১৪তম কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাত্গ অধিবেশনে কেন্ডীয় সম্পাদকমন্ডলীর অতিরিক্ত সম্পাদক। ১৫তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, ১৬ ও ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও স্থায়ী সদস্য। দশম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান।
|