 হু চিন থাও , পুরুষ , হান জাতিভূক্ত , জন্ম ডিসেম্বর ১৯৪২ । ১৯৬৪ সালের এপ্রিলে পার্টিতে যোগ দান । ১৯৬৫ সালের জুলাইয়ে চাকরি শুরু । ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জলসেচ প্রকল্প বিভাগ থেকে স্নাতক এবং প্রকৌশলী।
হু চিন থাও হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , চীন গণ প্রজাতন্ত্রের চেয়ারম্যান , পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান । তার সংক্ষিপ্ত জীবনী নিম্নরূপ-
১৯৫৯-১৯৬৪ : ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের তিনি জলসেচ প্রকল্প বিভাগে অধ্যয়ন ।
১৯৬৪-১৯৬৫ : ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জলসেচ প্রকল্প বিভাগে অধ্যয়ন এবং রাজনৈতিক পরামর্শদাতা ।
১৯৬৫ -১৯৬৮ ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জলসেচ প্রকল্প বিভাগে বৈজ্ঞানিক গবেষণার কাজ করেন এবং রাজনৈতিক পরামর্শদাতা । (সাংস্কৃতিক বিপ্লব শুরু হওয়ার পর এ পদ বাতিল করে দেয়া হয় )
১৯৬৮-১৯৬৯ জলবিদ্যুত্ মন্ত্রণালয়ের লিউ চিয়া সিয়া প্রকল্প ব্যুরোর বাড়িঘর নির্মাণ দলে কাজ করেন ।
১৯৬৯ -১৯৭৪ জলবিদ্যুত্ মন্ত্রণালয়ের ৪ নং প্রকল্প ব্যুরোর ৮১৩ শাখার কারিগর , সচিব ও সাধারণ পার্টি-শাখার উপ-সম্পাদক।
১৯৭৪-১৯৭৫ তিনি কানসু প্রদেশের নির্মাণ কমিটির সচিব ।
১৯৭৫ -১৯৮০ কানসু প্রদেশের নির্মাণ কমিটির নক্শা ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক ।
১৯৮০-১৯৮২ কানসু প্রদেশের নির্মাণ কমিটির ভাইস চেয়ারম্যান , কানসু প্রদেশের কমিউনিস্ট যুব লীগের সম্পাদক ।
১৯৮২-১৯৮৪ কমিউনিস্ট যুব লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক , নিখিল চীন যুব ফেডারেশনের চেয়ারম্যান।
১৯৮৪-১৯৮৫ কমিউনিস্ট যুব লীগের সম্পাদকমন্ডলীর প্রথম সম্পাদক ।
১৯৮৫-১৯৮৮ কুইচৌ প্রাদেশিক পার্টি কমিটির সম্পাদক , গণ মুক্তি ফৌজের কুই চৌ প্রাদেশিক সামরিক এলাকার পার্টি কমিটির প্রথম সম্পাদক ।
১৯৮৮-১৯৯২ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি-কমিটির সম্পাদক , তিব্বত সামরিক এলাকার পার্টি-কমিটির প্রথম সম্পাদক ।
১৯৯২-১৯৯৩ কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক ।
১৯৯৩-১৯৯৮ কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট ।
১৯৯৮-১৯৯৯ কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক , চীন গণ প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট । ১৯৯৯-২০০২ কেন্দ্রীয় পলিট ব্যুরোর কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , কেন্দ্রীয় সম্পাদমন্ডলীর সম্পাদক , কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান , চীন গণ প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট , চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট । ক্যাডার প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ।
২০০২-২০০৩ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান , চীন গণ প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট , চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় পার্টি-ক্যাডার প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ( ২০০২ সালের ডিসেম্বর থেকে তিনি এ পদ ছেড়ে দেন )
২০০৩-২০০৪ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট , পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ও চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ।
২০০৪-২০০৫ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট , পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ।
২০০৫- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট , পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ।
দ্বাদশ কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য , কেন্দ্রীয় কমিটির সদস্য , ত্রয়োদশ , চর্তুদশ , পঞ্চদশ , ষোড়শ ও সপ্তদশ কেন্দ্রীয় কমিটির সদস্য । চতুর্দশ ও পঞ্চদশ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , স্থায়ী কমিটির সদস্য , কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক , ষোড়শ ও সপ্তদশ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য , স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক । হু চি থাও পঞ্চদশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় সামরিক কমিশনের অতিরিক্ত ভাইস চেয়ারম্যান করা হয় । নবম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন । নবম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির দ্বাদশ অধিবেশনে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন । দশম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন । ষোড়শ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন । দশম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন । সপ্তদশ কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ষষ্ঠ জাতীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হন ।
|